মাঠ আছে, বাগান নেই! কলকাতা লিগে বুধবার খেলল না মোহনবাগান, ফাঁকা রাখা হল সবুজ-মেরুনের ‘স্টার্ট লিস্ট’
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
শেষ পর্যন্ত খেলল না মোহনবাগান। কলকাতা লিগে বুধবার মেসারার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল সবুজ-মেরুনের। কিন্তু দল নামাল না তারা। এই ম্যাচ নিয়ে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ কী সিদ্ধান্ত নেবে, এখন সেটাই দেখার।
মোহনবাগান এই ম্যাচ খেলবে না বলে দু’বার চিঠি দিয়েছিল আইএফএ-কে। শেষ চিঠিটা দিয়েছিল মঙ্গলবার। একসঙ্গে ডুরান্ড কাপ এবং লিগের ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছিল বাগান। কিন্তু আইএফএ জানিয়েছে, তাদের পক্ষে শেষ মুহূর্তে সূচি বদলানো সম্ভব নয়।
বুধবার নৈহাটিতে খেলা ছিল মোহনবাগান ও মেসারার্সের। তৈরি ছিলেন মেসারার্সের ফুটবলার, রেফারি, লাইন্সম্যান। কিন্তু মোহনবাগান দল পাঠায়নি। ম্যাচের আগে দুই দলের যে তালিকা তৈরি হয়, সেখানে মোহনবাগানের দিকটি ফাঁকা রাখা হয়।
মোহনবাগান না খেলায় এই ম্যাচের ভবিষ্যৎ কী, সে ব্যাপারে আইএফএ সিদ্ধান্ত নেবে। মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ৩ পয়েন্ট পাবে তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ-র লিগ কমিটি।
গত ৮ অগস্ট মোহনবাগান প্রথম আইএফএ-কে অনুরোধ করেছিল, কলকাতা লিগে তাদের বাকি ম্যাচ যেন ডুরান্ড কাপের পরে করা হয়। কারণ হিসেবে মোহনবাগান জানায়, ডুরান্ডে তাদের ১৬ জন ফুটবলার খেলছেন। তাঁদের মধ্যে ৯ জন নিয়মিত প্রথম একাদশে খেলছেন। তাঁরাই আবার কলকাতা লিগেও খেলছেন। এই ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন। কোনও ভাবেই একসঙ্গে দুটো প্রতিযোগিতায় খেলা সম্ভব নয়। তাই ডুরান্ড শেষ হলেই যেন তাদের লিগের ম্যাচ দেওয়া হয়।
কিন্তু মোহনবাগানের সেই অনুরোধ রাখল না আইএফএ। মোহনবাগানও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে খেলল না। এখন দেখার আইএফএ কী সিদ্ধান্ত নেয়।