রেস্তরাঁর রিভিউয়ের নামে প্রতারণা! সল্টলেকের মহিলার থেকে ৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, কেরল থেকে ধৃত অভিযুক্ত
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
রেস্তরাঁর রিভিউ লিখে দিলেই মিলবে টাকা! এই টোপ দিয়েই সল্টলেকের এক মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। ভুল বুঝিয়ে মহিলার থেকে সাড়ে ৬ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় কেরলে হানা দিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে হোয়াট্সঅ্যাপ মারফত যোগাযোগ করেছিলেন প্রতারকেরা। একটি রেস্তরাঁর রিভিউ লেখার জন্য বলা হয়েছিল ওই মেসেজে। মেসেজটির সঙ্গে টেলিগ্রামে একটি গ্রুপে যোগ দেওয়ার লিঙ্কও দেওয়া ছিল। প্রাথমিক ভাবে ওই মহিলা রেস্তরাঁর রিভিউ লিখে টাকা উপার্জন করতেও শুরু করেছিলেন। শুরুতে টাকা পেতে থাকায় মহিলা নিজেও বিষয়টি বিশ্বাস করে নেন। সেই বিশ্বাসকেই কাজে লাগান প্রতারকেরা।
প্রথম দিকে মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকলেও একটি নির্দিষ্ট সময়ের পরে টাকা আসা বন্ধ হয়ে যায়। তখন মহিলাকে বলা হয়, তাঁর ভাগের টাকা কিছু জটিলতার জন্য আটকে রয়েছে। ওই আটকে থাকা টাকা পাঠানোর জন্য কিছু টাকা দিতে বলা হয় মহিলাকে। এই ভাবে দফায় দফায় তাঁর থেকে ৬ লক্ষ ৬৮ হাজার ৯০০ টাকা প্রতারকেরা হাতিয়ে নেন বলে অভিযোগ। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে বলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ৩১ মার্চ বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের তদন্তে কেরলের এক ব্যক্তির যোগ পায় পুলিশ। ওই সূত্র ধরে কেরলের পালাক্কড় জেলায় হানা দিয়ে আনন্দন পি থাম্বি নামে ৪০ বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে স্থানীয় আদালতে পেশ করে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। পুলিশ সূত্রে খবর, কলকাতায় আনার পরে এই প্রতারণা চক্রের বিষয়ে তাঁকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করা হবে।