• স্বাধীনতা দিবস উপলক্ষে শহর জুড়ে নাকা চেকিংয়ে জোর, পাঁচ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে
    আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
  • স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। বাড়তি নজরদারির ব্যবস্থা করছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে পাঁচ হাজার পুলিশকর্মী মোতায়েত থাকবেন। তাঁদের মধ্যে ডিসি থেকে শুরু করে জয়েন্ট সিপি, বিভিন্ন পদমর্যাদার আধিকারিককেও রাখা হবে। আগের দিন রাত থেকে শুরু হবে নাকা চেকিং। এতে বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। এ ছা়ড়া, শহরের বিভিন্ন প্রান্তে ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

    আগামী শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। সর্বত্রই এই দিন বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়। প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠান হবে। উত্তোলন করা হবে জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া, সেনাবাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ রেড রোডের কুচকাওয়াজে যোগ দেয় প্রতি বছর। থাকে কলকাতা ও জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। রেড রোডকে তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে শহরের বাকি অংশেও থাকবে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা।

    সূত্রের খবর, শহরের রাস্তায় পাঁচ হাজার পুলিশের পাশাপাশি জয়েন্ট সিপি পদমর্যাদার পাঁচ জন, ডিসি পদমর্যাদার ২০ জন এবং এসি পদমর্যাদার ৪৫ জনকে সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। রেড রোডকে কয়েকটি জ়োন হিসাবে ভাগ করে নিয়েছে পুলিশ। বিভিন্ন জ়োনে আলাদা করে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এ ছাড়া ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

    বৃহস্পতিবার রাত থেকেই নাকা চেকিংয়ে জোর দেওয়া হবে। শহরের বিভিন্ন হোটেলে নাকা চেকিং হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এ ছাড়া শুক্রবার সকাল থেকে বিভিন্ন মেট্রো স্টেশন এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বাড়তি নজরদারি থাকবে। কোথাও কোনও সমস্যা হলে যাতে দ্রুত সমাধান করা যায়, তার জন্য কুইক রেসপন্স টিমও (কিউআরটি) মোতায়েন করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)