খড়্গপুর আইআইটির ৭৫ বছরে ৭৫ টাকার মুদ্রা আনছে কেন্দ্র, কোথা থেকে মিলবে? দাম কত?
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। আনা হচ্ছে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা। আদ্যন্ত রুপোর তৈরি এই মুদ্রার ওজন ৪০ গ্রাম। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই মুদ্রা সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ অগস্ট খড়্গপুর আইআইটির প্রতিষ্ঠা দিবসে মুদ্রাটি প্রকাশিত হবে।
ভারতে আইআইটিগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন খড়্গপুর আইআইটি। ১৯৫১ সালে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে দু’হাজার একর জমি জুড়ে বিস্তৃত দেশের প্রযুক্তিবিদ্যার এই অন্যতম পীঠস্থান। প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকায় খড়্গপুর আইআইটির নাম আসে প্রথমেই। এহেন প্রতিষ্ঠানের ৭৫তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে ৭৫ টাকার মুদ্রা খড়্গপুর আইআইটির জন্য প্রকাশ করা হবে, তাতে ৯৯.৯ শতাংশ রুপো থাকবে। মুদ্রার ব্যাস হবে ৪৪ মিলিমিটার। মুদ্রাবিজ্ঞানী সুধীর লুনাওয়াত বলেন, ‘‘এটি হবে ভারতে জারি করা ৭৫ টাকা মূল্যমানের ১৪তম স্মারক মুদ্রা। অর্থাৎ, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে দেশে এর আগে ১৩ বার একই মূল্যমানের মুদ্রা প্রকাশ করা হয়েছে।’’ খড়গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেছেন, ‘‘৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার স্মারক রুপোর মুদ্রা আনা হচ্ছে। ভারত সরকার তার অনুমোদন দিয়েছে।’’
এই মুদ্রা স্মারক মাত্র। এটি কেনাবেচায় ব্যবহার করা যাবে না। মুদ্রা সংগ্রহ করতে ভালবাসেন যাঁরা, এই ধরনের মুদ্রার খোঁজ তাঁরা করে থাকেন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের অধীন কলকাতার টাঁকশাল থেকে এই মুদ্রা প্রকাশিত হবে। ৭৫০০ টাকার খুচরো মূল্যে এই স্মারক মুদ্রাটি টাঁকশাল থেকে সংগ্রহ করা যাবে।