ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় তলিয়ে যাচ্ছে রাস্তা! ফের বন্ধ সিকিমের ‘লাইফলাইন’
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
ধসের কারণে আবার যান চলাচল বন্ধ করা হল ১০ নম্বর জাতীয় সড়কে। রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। ভাঙা অংশ তলিয়ে গিয়েছে পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর গর্ভে। মঙ্গলবার সকাল থেকে শ্বেতীঝোরায় ধস নামে। অন্য দিকে, রাস্তা ভেঙে পড়ছে। এই দুই কারণে আবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। ১৫ অগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে রাস্তা বন্ধের কথা জানায়। টানা বৃষ্টির জেরে বিগত কয়েক দিনে বার বার জাতীয় সড়ক ১০-এর বিভিন্ন জায়গায় ধস নামে। পাহাড় থেকে গড়িয়ে রাস্তায় চলে আসে বড় বড় পাথর। তাতেও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। সেই পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মতে, এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। শুধু তা-ই নয়, পাহাড় বেয়ে যে পাথর নেমে আসছে রাস্তার উপর, তা কী ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।
জাতীয় সড়ক ১০-এর উপর দিয়ে আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ রাখছেন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৫ অগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় সড়ক ১০-এর উপর যান চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তবে সেই সময়সীমা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার প্রধান যোগাযোগের পথই হল ১০ নম্বর জাতীয় সড়ক। শুধু স্থানীয়দের জন্য নয়, পর্যটক এবং সেনাবাহিনীর কাছেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন এবং পর্যটকেরা। ঘুরপথে গন্তব্যে পৌঁছোতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
অন্য দিকে, জাতীয় সড়ক ৭১৭১-এ তে নির্মীয়মাণ সেতুও বিপদগ্রস্ত। সেতুর মাঝের অংশ বসে গিয়েছে। উল্লেখ্য, জাতীয় সড়ক ১০-এর বিকল্প হিসবে জাতীয় সড়ক ১৭১ ব্যবহার করা হত। তবে সেই রাস্তাও ধস এবং ফাটলে জেরবার। তাতে আরও বিপদ বেড়েছে।