• শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার যাদবপুরের প্রাক্তনী
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো হিন্দোল মজুমদারকে। যাদবপুরের প্রাক্তনী হিন্দোলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এ দিন সকালে দিল্লি এয়ারপোর্টে নামতেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ।

    হিন্দোল গবেষণার কাজে স্পেনে ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দিল্লি এয়ারপোর্টে নামলে তাঁকে আটক করা হয়। বিষয়টি জানানো হয়। হিন্দোলকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর।

    হিন্দোলের বাবা–মা দু’জনেই যাদবপুরের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বিষয়টি নিয়ে বাবা চন্দন মজুমদার বলেন, ‘ব্রাত্যর ওই ঘটনার পরে ছেলের নামে নাকি এফআইআর করা হয়েছিল। এরপর লুকআউট নোটিস জারি করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে ওই অভিযোগের প্রেক্ষিতে হিন্দোলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’ তবে পুলিশের লুক আউট নোটিসের বিষয়ে কিছুই জানা ছিল না বলে জানিয়েছেন চন্দন মজুমদার।

    উল্লেখ্য, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুষ্ঠান শেষ করে বের হওয়ার মুখেই তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়িতে এক ছাত্র চাপা পড়ে যায় বলেও অভিযোগ ছিল। এই ঘটনায় মূলচক্রী ছিলেন হিন্দোল বলে দাবি পুলিশের।

  • Link to this news (এই সময়)