সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR এবং ভোটার তালিকায় গোলযোগ নিয়ে সম্মিলিত চাপে দিশেহারা বিজেপি এবার ‘ভিত্তিহীন’ অভিযোগের পথে হাঁটছে। বিজেপির দাবি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে প্রথম সারিতে থেকে আন্দোলন করছেন, তাঁর নিজের কেন্দ্রেই নাকি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার! বুধবার দিল্লিতে অভিষেকের কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও ওই অভিযোগকে বিশেষ পাত্তা দিছে না তৃণমূল। বাংলার শাসকদলের বক্তব্য, অভিষেকের কেন্দ্র নিয়ে যদি অভিযোগ থেকেই থাকে, তাহলে এতদিন পুনর্নির্বাচন চাননি কেন? তাছাড়া ভোট তো করিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী।
বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করলেন, যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছেন, সেই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ দাবি করেন, ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে।
যদিও অনুরাগের সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “যে লোকসভা নির্বাচন হল সেটা তো জাতীয় নির্বাচন কমিশনই আয়োজন করেছে। কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানেই ভোট হয়েছে। আপনাদের দল কটা বুথে পুনর্নির্বাচন চেয়েছে সেটা আগে বলুন।” অনুরাগকে কুণালের পালটা প্রশ্ন, “আপনার দল কটা বুথে রিপোল চেয়েছে সেটা আগে বলুন। আপনারা পুনর্নির্বাচন চাননি, একটাও অভিযোগ করেননি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। ওই বুথে রিপোল চাইলেন না আর আজ অভিযোগ জানাতে এসেছেন। কী করে হবে?”
কুণালের সাফ কথা, “ভোটার তালিকায় একটা দু’টো নামের এই ভুল ভোটার তালিকায় জন্মলগ্ন থেকেই আছে। তাতে এত বড় নির্বাচনে প্রভাব পড়ে না।” তাছাড়া প্রশ্ন উঠছে, ভোটার তালিকা তো নির্বাচন কমিশনই তৈরি করে। তাতে যদি কোনও গলদ থেকে থাকে, সেটার দায়ও তো নির্বাচন কমিশনের।