সুমন করাতি, হুগলি: ফের জয় বাংলা স্লোগানে চটলেন শুভেন্দু অধিকারী। সিঙ্গুরের সভামঞ্চ থেকে অশালীন শব্দ প্রয়োগ বিজেপি নেতার। ছাপার অযোগ্য ভাষায় কালো পতাকা দেখানো স্থানীয়দের হুমকি দেন তিনি। নাগরিক মহলের মত, শুভেন্দু অধিকারী ধারাবাহিক কুকথার রাজনীতি বাংলার সার্বিক রাজনীতিক সংস্কৃতির অবক্ষয় ঘটাচ্ছে। তৃণমূলের অভিযোগ শুভেন্দু বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে।
বুধবার সিঙ্গুরে আলুর দাম নিয়ে বিজেপির সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। সেই মঞ্চে যাওয়ার সময় ডানকুনির টোল প্লাজার কাছে স্থানীয়রা শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কালো পতাকা দেখান। সভায় এই ঘটনা কথা বলতে গিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করেন বিরোধী দলনেতা। বিক্ষোভকারীদের পরিবার তুলে কুকথা বলেন তিনি। এলাকার মানুষরা জানান, বাংলায় থেকে উনার জয় বাংলা শুনলে রাগ হয়, তাই তাঁকে বেশি করে জয় বাংলা স্লোগান শোনানো হবে।
সিঙ্গুরের তৃণমূলের নেতা বেচারাম মান্না অভিযোগ তুলে জানান, শুভেন্দু বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “আলুর দাম নিয়ে সিঙ্গুরে কর্মসূচি করতে আসেন শুভেন্দু।গণতান্ত্রিক অধিকার, করতেই পারে। কিন্তু তিনি রাজ্যজুড়ে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছেন। যেভাবে বিজেপির কর্মীরা মাটিতে আলু ফেলে তার উপরে পা মারিয়ে গিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। কৃষক পরিবারের সন্তান হিসাবে জানি কত কষ্ট করে ফসল ফলানো হয়। জেনে রাখা দরকার অন্যান্য রাজ্য থেকে আমাদের এখানে কৃষকরা আলুর বেশি দাম পান। চাষিদের মঙ্গলের জন্য শুভেন্দু কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে বিদেশে রপ্তানির ব্যবস্থা করুক। তা করছে না। সিঙ্গুরের মানুষ তাঁর সঙ্গে নেই।”