• ভোটার লিস্টে মা-মেয়ের বয়সের ফারাক ৬ বছর! গোপালনগরের ঘটনা বাবা-পুত্রের বয়সের অঙ্ককেও হার মানবে
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পাটিগণিতের বাবা-পুত্রের বয়সের অঙ্কও হার মানবে! ভোটার লিস্টে মা ও মেয়ের বয়সের ফারাক মাত্র ছয় বছর। আবার রয়েছে ১৮ বছরের ছেলেও। বিজ্ঞান ও বাস্তবকে যা বোকা বানিয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

    ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগরের। গোপালনগর থানার ২ নম্বর পঞ্চায়েতের ১২৭ নম্বর পাট নতুন গ্রামে ভোটার তালিকায় জাহিদ খাঁ ও তাঁর পরিবারের। জাহিদের স্ত্রীর নাম ময়না খাঁ কারিকর। ভোটার তালিকায় তাঁর বয়স ২৬ বছর। দম্পতির প্রাপ্তবয়স্ক দুই সন্তানও রয়েছে। নিয়ম মতো তাঁদেরও নাম রয়েছে ভোটার তালিকায়।

    এখানেই গন্ডগোল। তালিকা অনুসারে মায়ের বয়স ২৬ কিন্তু মেয়ের বয়স ২০। আবার ছেলের বয়স ১৮ বছর। বিষয়টি সামনে আসতেই যথারীতি আসরে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, পরিবার বাংলাদেশি অনুপ্রবেশকারী।

    ময়না খাঁ অবশ্য সেই অভিযোগ খারিজ করে জানিয়েছেন, তাঁদের আদি বাড়ি চাকদায়। পরবর্তীতে তাঁরা গোপালনগরের গাড়াপোতায় বসবাস শুরু করেন। তার কথায়, “ভোটার তালিকায় বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে।” তারা বাংলাদেশি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)