নেশা করে লাগাতার অত্যাচারের অভিযোগ, পারিবারিক কোন্দলে ভাইদের হাতে ‘খুন’ দাদা
প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অত্যাচার! মারধর করতেন স্ত্রী, অন্যান্যদেরও! পারিবারিক কোন্দলে দুই ভাইয়ের মারে মৃত্যু দাদার। ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার সরাচিতে। অভিযোগ দায়ের থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাজিদ সর্দার। বয়স ২৪ বছর। তিনি সরাচি এলাকার বাসিন্দা। বুধবার পারিবারিক কোন্দল চরমে চরমে ওঠে। দুই ভাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাজিদ। বাকবিতণ্ডা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ দুই ভাই তাঁদের দাদা সাজিদকে মারধর করেন। অভিযোগ, বচসা চলাকালীন এক ভাই বাঁশ দিয়ে সাজিদের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজিদ। গুরুতর আহত অবস্থায় সাজিদকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরাই। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মৃতের স্ত্রীর থানায় অভিযোগ দায়ের করেছে। মামলা রুজু করে তদন্তে নেমে দুই ভাইকে আটক করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু কেন এই হামলা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাজিদ নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার চালাতেন। প্রতিবেশীদের দাবি, এদিনও সাজিদ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার শুরু করেন। সেই সময় দুই ভাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তারপর এই ঘটনা। তদন্তে পুলিশ।