• লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ভিক্ষা’ বললেন মিঠুন, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ১৪ আগস্ট ২০২৫
  • ২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফলের পিছনে বড় ভূমিকা নিয়েছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। সেইবার এই প্রকল্পকে ন্যক্কারজনক ভাবে আক্রমণ করেছিল বিজেপির বড়-মেজ-সেজ নেতারা। যদিও বাংলার জনগণ তৃণমূল কংগ্রেসকে বিপুল সংখ্যক আসন জেতায়। পরবর্তীতে দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের অনুকরণে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বিভিন্ন স্কিম চালু করা হয়। অথচ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বিজেপির নিশানায় এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প।

    এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে ‘ভিক্ষা’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে রাজ্যজুড়ে সফলভাবে চলছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। লক্ষ লক্ষ মানুষ সরকারি পরিষেবা নিতে ও অভাব-অভিযোগ জানাতে পৌঁছে যাচ্ছেন ক্যাম্পগুলিতে। অত্যন্ত সফল এই নতুন প্রকল্পেরও সমালোচনা করলেন মিঠুন।

    বুধবার বাঁকুড়ায় একটি বেসরকারি লজে বিজেপির কর্মী সম্মেলনে অংশ নেন মিঠুন। সেই কর্মী সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।’

    বিজেপি অবশ্য মিঠুনের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে। বিজেপির নেতা-কর্মীদের দাবি, নানা ধরনের সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না তার বাস্তবায়ন দরকার। সেই কথাটাই বোঝাতে চেয়েছেন মিঠুন।

    রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএম এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ‘মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে আজ এই জায়গা পেয়েছেন। এইসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন।’ সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন, ‘মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন, সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে। মানুষ সব বুঝতে পারছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)