• খেলতে খেলতে পুকুরে পড়ল ১৫ মাসের শিশু! ডুবে মৃত্যু
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, খড়্গপুর: পুকুরে ডুবে মৃত্যু হল ১৫ মাসের এক শিশু পুত্রের। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ডেবরার শ্রীরামপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে খেলতে খেলতে শিশুটি কোনওভাবে পুকুরে পড়ে যায়। পরে মৃতদেহটি ভেসে ওঠে। এদিন বাড়ির সকলেই চাষের কাজে ব্যস্ত ছিলেন। সকালেই জমিতে চলে গিয়েছিলেন। দুই পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন মা। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির সামনেই খেলছিল ১৫ মাসের আজান হোসেন খান। সঙ্গে ছিল তার দাদাও। কিন্তু কিছুক্ষণ পরেই আজানকে দেখতে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে জমি থেকে চলে আসে বাড়ির অন্যান্যরাও। তবে অনেক খোঁজ করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর প্রায় এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি পুকুরে ওই শিশুটির দেহ ভেসে ওঠে। মৃতের ঠাকুমা তথা পঞ্চায়েত সদস্য আনোয়ারী বিবি বলেন, খেলতে খেলতে অসাবধানতা বশতই শিশুটি পুকুরে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। শিশুটির বাবা আজগর খাঁ কাজের সূত্রে ওড়িশায় থাকেন। ইতিমধ্যেই তাঁকে খবর পাঠানো হয়েছে। অন্যদিকে, পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
  • Link to this news (বর্তমান)