• লোকনাথ বাবার জন্মদিনে কচুয়া যাবেন? স্পেশাল ট্রেন চালাবে রেল
    আজ তক | ১৪ আগস্ট ২০২৫
  • লোকনাথ বাবার জন্মদিনে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ১৫ অগাস্ট ও ১৬ অগাস্ট একজোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। বারাসত ও হাসনাবাদের মধ্যে এই ট্রেন চলবে। বাবা লোকনাথের জন্মদিনে বহু মানুষ কচুয়া যান। ট্রেনগুলিতে প্রচুর ভিড়ও হয়। কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। সেকথা মাথায় রেখেই কচুয়া যেতে এবার ১৫ ও ১৬ অগাস্ট এক জোড়া বিশেষ ট্রেন দিল পূর্ব রেল।

    বারাসত-হাসনাবাদ শাখার কাঁকড়া মীর্জানগর হল্টের জন‌্য এই ট্রেন বারাসত থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ। দুপুর ১টা ৩৮ মিনিটে হাসনাবাদে পৌঁছবে। ডাউন EMU বিশেষ ট্রেনটি দুপুর ২টো ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে। বারাসত পৌঁছবে দুপুর ৩টো ৪৫ মিনিটে। যাওয়া ও আসার সময়ে ট্রেনটি সব স্টেশনে থামবে।

    জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর, ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই তিনি পরিচিত। উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তাঁর। লোকনাথদেবের বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বহু বাঙালি হিন্দুর ঘরে এই দিন লোকনাথ বাবার পুজো করা হয়।
  • Link to this news (আজ তক)