ট্যাংরায় নাবালিকাকে অপহরণ এবং শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার এক...
আজকাল | ১৪ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এক নাবালিকাকে অপহরণ মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ট্যাংরা থানার পুলিশ। বিহারের বৈশালী জেলার চাঁদ ছাপরা এলাকা থেকে উদ্ধার করা হল অপহৃত ১৬ বছর বয়সি নাবালিকাকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিতীশ কুমার (১৯) নামক এক যুবককেও। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপহরণ ধারার পাশাপাশি পকসো আইনে অতিরিক্ত ধারাও যুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই এক অভিভাবক অভিযোগ করেন যে, তাদেরর নাবালিকা কন্যাকে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টা নাগাদ কোচিং সেন্টারে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় এলাকারই বাসিন্দা নিতীশ। এই অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানায় একটি মামলা রুজু হয় (মামলা নম্বর- ১০৩/২০২৫, ধারা ১৩৭(২), বিএনএস অনুযায়ী)।
মামলার তদন্তে অভিযুক্তের সন্ধানে তাঁর আদি নিবাস বিহারের বৈশালী জেলায় একাধিকবার তল্লাশি চালানো হয়। এছাড়াও মহুয়া ও টিচোটা থানা এলাকার বিভিন্ন স্থানে খোঁজও চালানো। তবে অভিযুক্ত এবং নাবালিকা কারও খোঁজ মেলেনি সেই সময়।
পরবর্তীতে তদন্তে গতি আনতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। পরে গোপন সূত্রে খবর পেয়ে ১২ আগস্ট বৈশালীর কাঠারা থানার অন্তর্গত চাঁদ ছাপরা, চিহরা কালান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নিতীশ কুমার (পিতা বীরেন্দ্র রাম)-কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীর প্রাথমিক জবানবন্দি অনুযায়ী মামলায় পকসো আইনের ৪ নং ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর নতুন ধারাও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ধারা ১৮৩ বিএনএসএস (প্রাক্তন ১৬৪ Cr.P.C) অনুযায়ী আদালতে অপহৃতার গোপন জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং মেডিকেল টেস্টের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও যথাযথভাবে বিষয়টি জানানো হয়েছে।
অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কি না। একই সঙ্গে নাবালিকার সুরক্ষা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করাই এখন প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছে কলকাতা পুলিশ।