• শুরু হতে চলেছে বারাসত মেট্রোর কাজ, NOC-র অপেক্ষায় কর্তৃপক্ষ, সহযোগিতায় প্রস্তুত পুরসভা
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • এ বার পাকাপাকি ভাবে শুরু হতে চলেছে বারাসতে মেট্রোর কাজ? সমস্ত বিষয় সে দিকেই ইঙ্গিত করছে। ইতিমধ্যেই সয়েল টেস্ট করতে চেয়ে পুরসভার কাছে চিঠি পাঠিয়েছেন কর্তৃপক্ষ। এ নিয়ে বৈঠকে বসতে চলেছে বারাসতের পুরবোর্ডের সদস্যরা। পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় জানান, দ্রুত মেট্রো রেলের কাছে প্রয়োজনীয় এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, এই কাজে বারাসত পুরসভা ও এখানকার জনপ্রতিনিধিরা সবরকম ভাবে সহযোগিতা করবেন। অন্যদিকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, তাঁরাও এনওসির অপেক্ষায় রয়েছে। তা পেলেই কাজ শুরু হতে দেরি হবে না।

    নোয়াপাড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এয়ারপোর্ট, বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসত নিয়ে প্রস্তাবিত কলকাতা মেট্রোর ইয়েলো লাইন। এ বার বারাসতের কাজে হাত পড়বে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।

    পুরপ্রধান এ দিন জানান, মেট্রোর তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘রাইটস’ নামে এক সংস্থাকে। ৪-৫ দিন আগে বারাসত পুরসভাকে চিঠি দেয় তারা। আপাতত মাইকেল নগর অবধি কাজ হবে। এর পরে গঙ্গানগর কাটাখালের তলা দিয়ে কাজ এগোবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন রুটটি গঙ্গানগর কাটাখালের নীচ থেকে মধ্যমগ্রামের স্কাউটের মাঠ, বাদু রোড, স্টার মলের পিছন দিক, কেএনসি রোড, কাছারি ময়দান হয়ে লোকো শেড পর্যন্ত যাবে। সবটাই হবে পাতালপথে।

    ১. স্টার মলের কাছের জায়গা

    ২. বারাসত অ্যাসোসিয়েশন প্লে গ্রাউন্ড, আরবিসি রোড, মিউনিসিপ্যালিটির পিছনের জায়গা

    ৩. ব্যাঙ্ক অফ বরোদা, কেএনসি রোড জায়গা

    ৪. রেজিস্ট্রি অফিসের কাছের জায়গা

    ৫. কাছারি ময়দানের কাছের জায়গা

    ৬. বর্ণালী সঙ্ঘের কাছের জায়গা

    পুরপ্রধান জানান, এই জায়গাগুলিতে টপোগ্রাফিক্যাল সার্ভে ও জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে তাঁদের জানানো হয়েছে, ২০৩০-এর টার্গেট নিয়ে এগোচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।

    (রিপোর্টিং: সৌমেন রায়চৌধুরী)

  • Link to this news (এই সময়)