Big Breaking: সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা। কেষ্টপুর ও সল্টলেকের মাঝের ৮ নম্বর ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে চার চাকা গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। রেলিংয়ের মধ্যে আটকে গিয়ে আগুনে ঝলসে গিয়ে বীভৎস মৃত্যু এক বাইক আরোহীর। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। রণক্ষেত্র গোটা এলাকা।
জানা গিয়েছে, ৮ নম্বর ফুটব্রিজের কাছে প্রথমে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। রেলিংয়ে ধাক্কা লাগতেই গাড়িটিতে বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময়ে ওই রাস্তা দিয়েই বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ডেলিভারি বয়। ওই গাড়ির ধাক্কায় তিনিও রেলিংয়ের মাঝে আটকে পড়েন। গাড়ির যাত্রীদের উদ্ধার করা গেলেও বাইক আরোহীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। গাড়ির আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের।
ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এমনকী দমকলের গাড়ি আসতে দেরি করে বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ মোতায়েন করতে হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।