• ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চলবে যানবাহন, জেনে নিন সময়
    হিন্দুস্তান টাইমস | ১৩ আগস্ট ২০২৫
  • দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে আগুন চলন্ত বাসে, ভয়াবহ ঘটনা!আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে । কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই সময়ে কোনও ভারী পণ্যবাহী যানবাহন সেতুর উপর দিয়ে চলতে পারবে না। সাধারণ ছোট গাড়িগুলিকেও বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।


    পুলিশ সূত্রে খবর, সাঁতরাগাছি বাস টার্মিনাসে কাজ, সেতুর কেবল ও বিয়ারিং সারানো এবং কোনা এক্সপ্রেসওয়ের ‘এলিভেটেড করিডর’-এর নির্মাণকাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং যান চলাচলের সুবিধার্থে আগেভাগেই ট্রাফিক পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ভারী পণ্যবাহী গাড়িগুলি নিবেদিতা সেতু ও বিটি রোড হয়ে চলাচল করবে। আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল ও জিটি রোড দিয়েও মালবাহী যান ঘুরিয়ে দেওয়া হবে। জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ব্যবহার করেও বিকল্প পথ নেওয়া যাবে।

    এছাড়া, জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে আসা যানবাহনকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ে পাঠিয়ে সেখান থেকে হাওড়া ব্রিজের দিকে চালিত করা হবে। খিদিরপুর থেকে সিজিআর রোড হয়ে আসা গাড়িগুলিকেও একইভাবে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে বিকল্প পথে পাঠানো হবে। কেপি রোড দিয়ে সেতুর দিকে আসা সব যান ওয়াই পয়েন্ট থেকে ১১ ফারলং গেট হয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যাবে। কলকাতা পুলিশ জানিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে যাতে রুট পরিবর্তনের কারণে কোনও যানজট না হয়। এ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য, আগে থেকেই এই ঘোষণা করা হয়েছে যাতে চালক ও যাত্রীরা পরিকল্পনা করে বিকল্প রাস্তা বেছে নিতে পারেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)