• কলকাতা হাইকোর্টে সময় চাইল সিবিআই, পিছিয়ে গেল পার্থর জামিনের আবেদন
    হিন্দুস্তান টাইমস | ১৩ আগস্ট ২০২৫
  • নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে বুধবারও নিষ্পত্তি হল না কলকাতা হাই কোর্টে। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা ফের পিছিয়ে গেল। শুনানি শুরু হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করে। তাঁদের দাবি, এই মামলার গুরুত্বপূর্ণ শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের উপস্থিতি প্রয়োজন। কিন্তু তিনি এদিন দিন হাজির থাকতে পারছেন না। তাই প্রস্তুতির জন্য কিছুটা সময় দেওয়া হোক। বিচারপতি সিবিআইয়ের এই অনুরোধ মেনে নেন এবং শুনানি পিছিয়ে দিয়ে নতুন তারিখ ধার্য করেন আগামী ১ সেপ্টেম্বর।


    পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা মূলত প্রকাশ্যে আসে ২০২২ সালের জুলাই মাসে। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইডি তাঁর বাসভবন ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালায়। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় পাহাড়প্রমাণ নগদ টাকা, যার পরিমাণ ছিল ৫০ কোটিরও বেশি। সঙ্গে সোনার গয়না ও একাধিক মূল্যবান সামগ্রী। সেই ঘটনার পরেই গ্রেফতার হন পার্থ ও অর্পিতা। শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ নয়, পরবর্তী সময়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায়ও পার্থের নাম জড়িয়ে যায়।

    ইডির পাশাপাশি এই মামলায় পৃথক তদন্ত শুরু করে সিবিআই। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের চক্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি ভূমিকা ছিল। সেই সূত্রেই সিবিআইও তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় তিন বছর ধরে জেলবন্দি পার্থ একাধিকবার আদালতের দ্বারস্থ হয়ে জামিনের চেষ্টা করেছেন। গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেও, সিবিআইয়ের দায়ের করা মামলায় এখনও মুক্তি মেলেনি।

    পার্থ চট্টোপাধ্যায় সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। তাঁর আইনজীবী দল বারবার যুক্তি দিয়েছেন যে, তদন্ত শেষ হতে এত দীর্ঘ সময় লাগা উচিত নয় এবং তিনি জামিন পাওয়ার যোগ্য। তবে সিবিআইয়ের দাবি, এই মামলার জটিলতা ও প্রমাণের পরিমাণ এত বেশি যে, সব দিক খতিয়ে দেখা না-হওয়া পর্যন্ত জামিন দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। আগামী ১ সেপ্টেম্বরের শুনানিকে ঘিরেই এখন নজর আইনজীবী মহল ও রাজনৈতিক মহলে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)