অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বড়বাজারের লজে উদ্ধার জলপাইগুড়ির বাসিন্দার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল যুবকের? খুন নাকি দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লজে ওই যুবকের সঙ্গে একই ঘরে থাকা ৩ জনকে।
জানা গিয়েছে, মৃতের নাম পবনকুমার দাস। তাঁর বয়স ৩৭ বছর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বড়বাজারের লজে ওঠেন ওই যুবক। একাই এসেছিলেন তিনি। তবে যে ঘরটি নিয়েছিলেন সেখানে মোট ৪ জন ছিলেন। বুধবার সকালে ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ লজের মেঝেয় মেলে পবনের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরনে ছিল হাফ প্যান্ট। লজের তিনতলায় মিলেছে রক্ত ও বমি। অনুমান, রাতে অসুস্থতার কারণে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে যুবকের। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ওই ঘরে থাকা বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করার চেষ্টায় পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টায় পুলিশ।