• আজ কেমন থাকবে কলকাতার আকাশ? বৃষ্টির সম্ভাবনা আছে? জানুন সর্বশেষ আপডেট
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • কলকাতা: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমেছে। পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় বেড়েছে গরমের অস্বস্তিও। এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। 

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে।

    এদিকে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হবে। ফলে কোথাও কোথাও বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকছে। যে কারণে বিশেষত মাঠে কৃষিকাজ করার সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তিনি জানিয়েছেন, বায়ুমণ্ডলে এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। মাঝে মাঝে চড়া রোদ উঠছে। তখন গরমে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হচ্ছে। এর ফলে কোথাও কোথাও আচমকা খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)