• বাংলায় ১২টি রাজনৈতিক দল 'বাতিল', বড় সিদ্ধান্ত কমিশনের
    আজ তক | ১৩ আগস্ট ২০২৫
  • আপাতত ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসতে দেরি মনে হলেও, আক্ষরিক অর্থে সে রকম দেরি কিন্তু নেই। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদই সম্ভবত বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তোড়জোড় শুরুও করে দিয়েছে। রাজনৈতিক দলগুলিও নানা ইস্যুতে সরগরম। ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে বাংলায়। যার নির্যাস, ভোট সংক্রান্ত একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছে কমিশন।

    ১২টি রাজনৈতিক দল বাতিল 

    এবার পশ্চিমবঙ্গের ১২টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করে দিল কমিশন। কমিশনের দাবি, এই ১২টি দল গত ৬ বছরে ভোটে লড়েনি। তাই রাজনীতির ময়দানে এই দলগুলির কোনও অস্তিত্ব নেই।

    কোন ১২টি রাজনৈতিক দল নিষিদ্ধ?

    ১. আম্বেদকরবাদী পার্টি, ২. গ্লোবাল পিপল পিস পার্টি, ৩. গোর্খা ন্য়াশনাল লিবারেশন ফ্রন্ট, ৪. কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, ৫. মাই হি ভারত, ৬. ন্যাশনাল কনফেডেরেসি অফ ইন্ডিয়া,  ৭. ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, ৮. নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি, ৯. পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি, ১০. পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, ১১. রাইট পার্টি অফ ইন্ডিয়া ও ১২. দ্য রিলিজিয়ন অফ ম্যান রিভলভিং পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া।

     ১২টি দলের কোনও প্রার্থীই ভোটে লড়তে পারবেন না

    কমিশনের এই সিদ্ধান্তের মানে, ২০২৬ সালের বিধানসভায় এই ১২টি দলের কোনও প্রার্থীই ভোটে লড়তে পারবেন না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কমিশনের এই পদক্ষেপ একধরনের ‘রাজনৈতিক স্বচ্ছ্বতা অভিযান’। এতে ভোটের লড়াইতে সক্রিয় ও কার্যকর দলগুলিই থাকছে। আবার কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা দলের সদস্যরা এবার বড় দলগুলির সঙ্গে যোগ দেওয়ার পথে হাঁটবেন। কমিশনের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতির সমীকরণে সামান্য হলেও প্রভাব ফেলতে পারে।

     
  • Link to this news (আজ তক)