আজকাল ওয়েবডেস্ক: বুধবার সাতসকালে শহর কলকাতায় ফের দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে স্কুটার ও সবজির ভ্যানে পরপর ধাক্কা ম্যাটাডোরের। যার জেরে মৃত্যু হল এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রগতি ময়দান থানা এলাকায়। ম্যাটাডোর চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে বানতলার দিক থেকে আসছিল স্কুটারটি। দুই মহিলা ওই স্কুটারে ছিলেন। সায়েন্স সিটির দিক থেকে যাচ্ছিল ঘাতক ম্যাটাডোরটি। চৌবাগা এলাকায় গাড়িটি প্রথমে স্কুটারে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়েন দুই মহিলা। এরপর একটি সবজির ভ্যানে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে রেখেই চম্পট দেন চালক। প্রত্যক্ষদর্শীরা ছুটে যান আহতদের উদ্ধার করতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়ায়। শেষ খবর পাওয়া অনুযায়ী ম্যাটাডোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, দুই মহিলা কাজের উদ্দেশে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক জনের। আর এক জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক ম্যাটাডোরটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, শহর কলকাতায় ফের রহস্যজনক মৃত্যু ভিনরাজ্যের বাসিন্দার। বড়বাজার এলাকার একটি লজ থেকে বুধবার সকালে উদ্ধার হয় পবন কুমার দাস (৩৭) নামে এক যুবকের দেহ। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ লজ থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। পরনে ছিল হাফ প্যান্ট ও টি শার্ট।
জানা গেছে, মঙ্গলবার পবন কুমার ওই হোটেলে আসেন। সঙ্গে ছিলেন আরও কয়েক জন যুবক। আর বুধবার সকালে পবন কুমার দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হতেই খবর দেওয়া হয় পুলিশকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পবনকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান যুবককে হত্যা করা হয়েছে। পুলিশের প্রশ্ন, চেকিং করার পরের দিনই যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে। লজ কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। যুবকের সঙ্গে যারা ছিলেন তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানিয়েছে পুলিশ। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগও এখনও জানানো হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শহর কলকাতায় এর আগেও ভিনরাজ্যের বাসিন্দা রহস্যমৃত্যুর মতো ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত করেছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তার পরেও ফের ভিনরাজ্যের বাসিন্দার রহস্যমৃত্যু হল কলকাতায়।