• এবার আরজি কর-এর নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন কুণাল
    আজকাল | ১৩ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর-এর নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার কুণালের হয়ে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী এই নোটিসটি পাঠিয়েছেন। নোটিসে অভয়ার বাবাকে চারদিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না পেলে মামলা করা হবে বলে জানিয়েছেন কুণাল। 

    এবিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) একটি পোষ্ট করেছেন কুণাল। সেখানে তিনি বিষয়টি জানিয়ে লিখেছেন, 'অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, ''সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে। ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর চারদিন সময় দিয়েছেন। তারপর মামলা করব।'

    উল্লেখ্য, এর আগে 'সেটলমেন্ট'-এর অভিযোগ প্রসঙ্গে অভয়ার বাবার উদ্দেশ্যে কুণাল  জানিয়েছিলেন, 'মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রনা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে?' 

    নিজের প্রসঙ্গ তুলে কুণাল জানিয়েছিলেন, 'আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে। আমি আইনি লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা 'সেটল' করতে? আর সিবিআই এসব করবে?' ওই পোস্টেই কুণাল লিখেছিলেন, 'সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান।' বিষয়টিকে 'অপরাধমূলক অপপ্রচার' বলে কুণাল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।  আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।' 

    প্রসঙ্গত, গত ৯ আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে তাঁর বাবা-মা 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছিলেন। সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একঝাঁক নেতা-নেত্রীরা। যদিও এই মিছিলে সামিল হয়নি অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে চিকিৎসক ও অন্যান্যদের নিয়ে তৈরি হওয়া 'অভয়া মঞ্চ'। তাঁরা আলাদাভাবে ওইদিন তাঁদের প্রতিবাদ সংগঠিত করেন। 

    গত ৯ আগস্টের এই নবান্ন অভিযানের পরেই তৈরি হয়েছে প্রশ্ন। প্রতিবাদের এই মিছিলে রাজনৈতিক রং লেগে গেল নাতো? কারণ নবান্ন অভিযানের এই মিছিলে অন্যদের সঙ্গে অভয়ার বাবা-মার সঙ্গে দেখা গিয়েছিল শুধুমাত্র গেরুয়া শিবিরের লোকজনকেই‌। এর পাশাপাশি কুণালের প্রতি অভয়ার বাবার করা অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যদিও কুণাল এর আগেই জানিয়েছিলেন তিনি বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন এবং এই প্রসঙ্গে তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন।
  • Link to this news (আজকাল)