জনধন প্রকল্পের ১০ বছর পূর্তি, গ্রাহকদের সুরক্ষিত রাখার উদ্যোগ আরবিআইয়ের...
আজকাল | ১৩ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জনধন প্রকল্পের দশ বছর পূর্তির মধ্যে দিয়ে গ্রাহকদের সুরক্ষিত রাখার উদ্যোগ নিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক পরিচালকের উপস্থিতিতে জনধন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে খাতা খুলেছিলেন তাদের অ্যাকাউন্ট সচল রাখতে গ্রাম পঞ্চায়েত এলাকার সিঙ্গুর, হরিপাল ও ধনেখালিতে ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে গ্রাহকদের নথিপত্র জমা নিয়ে কেওয়াইসি আপডেট করা হয়। শিবিরগুলিতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা হাজির ছিলেন।
সূত্রের খবর, জনধন প্রকল্প অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পরিষেবা চালু হয় ২০১৫ সালে। জেলায় কমবেশি ২০ লক্ষ গ্রাহক জনধন প্রকল্পের আওতাধীন। সেই সমস্ত গ্রাহকদের পরিষেবা সচল রাখতেই এই উদ্যোগ। শিবিরে উপস্থিত ছিলেন আরবিআই এর আঞ্চলিক পরিচালক সুধাংশু প্রসাদ, চিফ জেনারেল ম্যানেজার এনকে সিং। এই শিবিরের লক্ষ্য ছিল আর্থিক সুরক্ষা এবং ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং পুনঃকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা। এই উপলক্ষে আঞ্চলিক পরিচালক সুধাংশু প্রসাদ বলেন, ‘জন সুরক্ষা শিবিরের লক্ষ্য হল আর্থিক সুরক্ষা এবং ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করা।’ এছাড়াও তিনি গ্রাহকদের সচেতন করেন যে, সময়মতো কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে যে অনুদান আসে তা সময়মতো জনগণের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। যদিও এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ছলনা দেখছে তৃণমূল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, একশো দিনের কাজের টাকা, বিভিন্ন গরিব মানুষের ভাতা সব কিছুই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এখন লোক দেখানো কেওয়াইসি আপডেটের নামে অন্য কিছু করার মতলব করছে বলে তিনি দাবি করেন।