• প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি ২ শিশুর ...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। ঘরের দেওয়াল ভেঙে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুর। সাহুডাঙ্গির পাঘলু পাড়ায় নেমে এল শোকের ছায়া। গত পাঁচ দিন ধরেই একটানা চলছে তুমুল বৃষ্টি। মঙ্গলবার বিকেল থেকেই শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয় প্রবল বৃষ্টি। প্রায় ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। এরই মাঝে দুই শিশুর মৃত্যুর খবর সামনে আসতেই শহরে শোকের ছায়া। 

    প্রবল বৃষ্টিতে ঘরের পাঁচিল ভেঙে প্রাণ হারাল দুই শিশু। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে শিলিগুড়ির অদূরে রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকার পাঘালু পাড়ায়। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ঘরের ভেতর ঘুমিয়ে ছিল দুই শিশু। সন্ধ্যা থেকেই শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টির মধ্যে হঠাৎই ওই দেওয়াল ভেঙে পড়ে শিশু দুজনের উপর। প্রচণ্ড আঘাতে তারা গুরুতর জখম হয়। 

    ঘটনার পরেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিশুদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে দু'জনকেই মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশুর নাম মধুমিতা মোদক(৩) ও দেবায়ন মোদক (দেড় বছর)। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পাড়ার পরিবেশ। 

    অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়া দেওয়াল ভেঙে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই সকাল থেকে এলাকায় এক এক করে উপস্থিত হতে শুরু করেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। 

    এই বিষয়ে স্থানীয় সমাজকর্মী রাকেশ দত্ত জানান, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। এরকম ঘটনা বিভিন্ন সময়ে খবরের কাগজে উঠে আসলেও খোদ শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বিরল। আমরা পরিবারের পাশে রয়েছি। দু'টি ছোট ছোট শিশুর মৃত্যুতে পাথর হয়ে গিয়েছে পরিবার।' উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গভীর বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। বিশেষ করে গতকাল মঙ্গলবার প্রায় ৪ ঘণ্টার গভীর বৃষ্টিতে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির জেরে গভীর প্রভাব পড়েছে। আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

    হাওয়া অফিস জানিয়েছে, অন্যদিকে আজ উত্তরবঙ্গের বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।‌ জারি রয়েছে কমলা সতর্কতা। শুধুমাত্র কোচবিহারে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সতর্কতা নেই। 

    আগামী সপ্তাহে রবিবার আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
  • Link to this news (আজকাল)