• রক্ত-বমিতে ভেসে যাচ্ছে মেঝে, পাশেই পড়ে দেহ, কলকাতায় রহস্যমৃত্যু
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • ফের কলকাতায় এক তরুণের রহস্যজনক মৃত্যু। বুধবার সকালে বড়বাজার এলাকার একটি গেস্ট হাউস থেকে একজনের অচৈতন্য দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃতের নাম পবনকুমার দাস (৩৭)। তবে ঠিক কী কারণে ওই তরুণের মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ জলপাইগুড়ি জেলার মালবাজার থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার বড়বাজার এলাকার গেস্ট হাউসে উনি একটি ঘরভাড়া নেন। গেস্ট হাউসের চার তলার ওই ঘরের মেঝেতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন। তরুণের পাশেই মেঝেতে রক্ত ও বমি দেখতে পাওয়া যায় বলে প্রতক্ষ্যদর্শীদের দাবি।

    পুলিশ জানিয়েছে, সকাল ৬.৪০ মিনিটে বড়বাজার থানায় একটি ফোন আসে। তিলক সাউ নামে এক ব্যক্তি নিজেকে ওই গেস্ট হাউসের সহকারী ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করেছিলেন। তাঁর কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তরুণকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবকের শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসেই উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতের সম্পর্কে কাকা ও ভাইপো ছিল বলে পুলিশ জানায়।

  • Link to this news (এই সময়)