অনাবাসী ভারতীয়দের জন্য বাড়ছে কড়াকড়ি! কী কী কারণে বাতিল হতে পারে ওসিআই কার্ড? জানাল কেন্দ্র
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
এখন থেকে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য বদলাচ্ছে ওভারসিজ় সিটিজেন্স অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের নিয়মকানুন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়ে দিল কেন্দ্র। জানানো হয়েছে, ওসিআই কার্ড রয়েছে, এমন কেউ যদি কোনও রকম অপরাধে অভিযুক্ত কিংবা দোষী সাব্যস্ত হন, তা হলে তাঁরা কার্ড বাতিল করা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি হারাতে পারেন ভিসা ছাড়া ভারতে আসার সুযোগও।
কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওসিআই কার্ডের সুযোগসুবিধা ভোগ করেন এমন কোনও অনাবাসী ভারতীয় যদি গুরুতর কোনও ফৌজদারি অপরাধে অভিযুক্ত কিংবা দোষী সাব্যস্ত হন, তা হলে তাঁদের কার্ডটি বাতিল করা হতে পারে। কেউ যদি দু’বছর বা তার বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হন, কিংবা যদি সাত বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে এমন কোনও অপরাধে অভিযুক্ত হন, তা হলেই তাঁরা ওসিআই কার্ডের সবরকম সুযোগসুবিধা হারাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৭ডি ধারার অধীনে প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হচ্ছে, কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে কিংবা সাত বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হলে ওই অনাবাসী ভারতীয়ের ওসিআই নিবন্ধন বাতিল করা হতে পারে।’’
ওসিআই বা ওভারসিজ় সিটিজেন্স অব ইন্ডিয়া কার্ডের নানা সুযোগসুবিধা রয়েছে। এই কার্ড থাকলে অনাবাসী ভারতীয়েরা কিংবা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা জীবনভর ভিসা ছাড়াই ভারতে আসার সুযোগ পান। ২০০৫ সালের অগস্ট মাসে চালু হওয়া এই প্রকল্পের অধীনে ২৬ জানুয়ারি, ১৯৫০ বা তার পরে ভারতের নাগরিকত্ব পাওয়া কিংবা সেই তারিখে নাগরিক হওয়ার যোগ্য ছিলেন এমন ভারতীয় বংশোদ্ভূতেরা ওসিআই তকমা পান। কেবলমাত্র পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলির নাগরিকেরা এই সুবিধা পাবেন না।