• মাদক মামলায় জামিন পেয়ে অস্ত্রের ব্যবসা! ফের গ্রেফতার মুর্শিদাবাদের নওশাদ, উদ্ধার মুঙ্গেরের বন্দুক, গুলি
    আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
  • মাদক মামলায় নাম জড়িয়েছিল। গ্রেফতার হয়েছিলেন। সদ্য জামিন পেয়েছেন। তার পর আবার জেলে যেতে হল যুবককে। এ বার বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের যুবকের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, মাদক কারবারে আর নামতে চাননি জামিনে মুক্ত অভিযুক্ত। এ বার বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার শুরু করেছিলেন।

    সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানা এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। আটক করা হয় এক সন্দেহভাজনকে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে ৬টি দেশি বন্দুক, দু’টি মাস্কেট এবং ১২ রাউন্ড গুলি। ধৃতের নাম-ঠিকানা জানতে পারে পুলিশ। অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে। তার পরেই প্রশ্ন উঠছে, হাতবদলের জন্য কি এত আগ্নেয়াস্ত্র এনেছিলেন অভিযুক্ত? না কি ধৃতেরই আর কোনও অসৎ উদ্দেশ্য ছিল?

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নওশাদ মণ্ডল। বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। মঙ্গলবার তাঁকে বহরমপুর আদালতে হাজির করানো হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন, উদ্ধার হওয়া অস্ত্র বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। সোমবার মধ্যরাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকার কালীতলায় সেই অস্ত্র এবং গুলি-সহ ধরা পড়েন নওশাদ। তাঁর ব্যাগ থেকে মেলে অস্ত্র এবং কার্তুজ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তৌসিফ মোল্লা নামে এক ব্যক্তির কাছে ওই অস্ত্র পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। তার পর সোগুলো কোথায় যেত? স্পষ্ট জবাব পায়নি পুলিশ।

    জানা যাচ্ছে, কিছু দিন আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন নওশাদ। সদ্য জামিনে মুক্ত হয়ে মাদক কারবার ছেড়ে অস্ত্রের কারবার শুরু করেন তিনি। একাধিক অস্ত্র কারবারিকে জিজ্ঞাসাবাদ করে নওশাদ সম্পর্কে তথ্য মিলেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানায় নওশাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাব যাদব বলেন, ‘‘কী জন্য ওই অস্ত্র আনা হয়েছিল, তা দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে এই চক্রে আরও কয়েক জন যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)