২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা! বিকল্পের কথা জানাল কলকাতা পুলিশ
আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
মেরামতি এবং কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর কাজের জন্য আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। ওই সময়ে কোনও ভারী গাড়ি চলাচল করবে না বিদ্যাসাগর সেতু দিয়ে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও পণ্যবাহী ভারী গাড়ি আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করবে না। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই সেতু বন্ধ থাকার জন্য ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজ় দিয়ে পাঠানো হবে। পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে নিবেদিতা সেতু এবং বিটি রোড দিয়ে।
সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাজ হবে। সে জন্য স্টিলের সরঞ্জাম নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে বিদ্যাসাগর সেতুর কেবল, বিয়ারিং ইত্যাদি সারানো এবং তদারকি হবে। তাই সাধারণ মানুষের সুরক্ষা এবং যাতায়াতের সুবিধার্থে আগেভাগে কলকাতা পুলিশের তরফে এই ঘোষণা করা হল। জানানো হয়েছে, ২৪ ঘণ্টার জন্য ভারী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি নিয়ে যাওয়া যাবে।
জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে। এ ছাড়া, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজ়ে যেতে পারবে। এবং কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজ়ে যেতে পারবে।
এর আগে গত জুন মাসে পর পর তিন দিন বেশ কিছু ক্ষণ ধরে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ ছিল। ওই সেতু সংলগ্ন রাস্তাগুলিতেও গাড়ি নিয়ে যাওয়া যায়নি। পরিবর্তে নির্দিষ্ট সময়ের জন্য কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে তা বিশদে জানিয়েছিল কলকাতা পুলিশ। বলা হয়েছিল, জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন। হুগলি নদী ব্রিজ় কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে আবার ২৪ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে আগামী শনিবার।