• ‘স্মার্ট’ পরিষেবা দিতে উদ্যোগী স্বাস্থ্য দফতর
    আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
  • সারা রাজ্যেই এ বার স্মার্ট হাসপাতাল চালু করতে চায় স্বাস্থ্য দফতর। এই ব্যবস্থাপনার পাইলট প্রকল্প শুরু হতে চলেছে বালুরঘাট হাসপাতাল থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুত হওয়ার জন্য। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে, রোগ-নির্ণয়, ল্যাব পরীক্ষা এবং ছুটি দেওয়া— পুরোটাই হবে অনলাইনে।

    দক্ষিণ দিনাজপুর জেলার ১৯টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন ই–প্রেসক্রিপশন চালু রয়েছে। বালুরঘাট হাসপাতালে ভর্তি, ছুটি ও বায়ো-কেমিস্ট্রির পরীক্ষা অনলাইনে হয়। রোগী হাসপাতালে আসা থেকে সুস্থ হয়ে বাড়ি যাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াই কাগজবিহীন করতে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুদীপ দাস বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দফতর থেকে জানানো হয়েছে, বালুরঘাট থেকেই স্মার্ট হাসপাতাল শুরু করা হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি।’’

    এতে রোগীর কী সুবিধা হবে? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নাম নথিভুক্ত করা থেকে শুরু করে জটিল রোগে বালুরঘাট হাসপাতাল পর্যন্ত চিকিৎসায় কোনও নথি সঙ্গে নিয়ে আসতে হবে না রোগীকে। আধিকারিকেরা জানান, আধার নম্বর দিয়ে একটি কিউআর কোড তৈরি হবে। তা দিয়েই জেলার যে কোনও জায়গায়, এমনকি পরবর্তী কালে চালু হলে রাজ্যের অন্য হাসপাতালেও রোগীপক্ষকে নথি বহন করতে হবে না।

    আর কী সুবিধা হবে? বালুরঘাট হাসপাতালে স্ত্রী-রোগ বিভাগে ৪৬টি, শিশু বিভাগে অন্তত ৬৬টি খাতায় রোজ নানা তথ্য নথিভুক্ত করতে হয়। সেই পুরো প্রক্রিয়ায় কাগজহীন হয়ে যাবে। ওয়ার্ডে রাউন্ডে এসে রোগী দেখে চিকিৎসক কম্পিউটার বা মোবাইল অ্যাপে পরামর্শ লিখবেন। তা দেখে নার্স ওষুধ, ইনজেকশন দেবেন।

    পুরো প্রক্রিয়ায় জেলায় কোন রোগ বাড়ছে, কোনটি চিন্তাজনক— তারও একটি সার্বিক চিত্র ফুটে উঠবে এই ব্যবস্থায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই ব্যবস্থা চালু করতে গেলে কী কী সামগ্রী এবং লোকবল প্রয়োজন, কতটা প্রশিক্ষণ রয়েছে তার সমীক্ষা চলছে। তা শেষ হলে রাজ্য ওই পাইলট প্রকল্প শুরু করে দেবে।
  • Link to this news (আনন্দবাজার)