বিজেপি-কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ভবনে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচি ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল মালদহের আলাল গ্রাম পঞ্চায়েতে। পাল্টা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেও।
সূত্রের খবর, টেন্ডারে বেনিয়ম এবং দুর্নীতি-সহ ন’দফা দাবি নিয়ে সোমবার ডেপুটেশন কর্মসূচি ছিল তৃণমূলের। অভিযোগ, তৃণমূল নেতা ফারুক হোসেন মঙ্গলবার জোর করে পঞ্চায়েত অফিস চত্বরে ঢুকে পড়ে। অশ্রাব্য ভাষায় গালাগালি এবং ঠিকাদারকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পঞ্চায়েত প্রধান উমা মণ্ডল জানান, বিরোধীদের আনা সকল অভিযোগ মিথ্যা। তাদের পঞ্চায়েতে কোনও রকম আগ্নেয়াস্ত্র মজুত করা নেই বলেও জানান তিনি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠার আগে পুলিশ এসে তা সামাল দেয়।