• কিন্নর হিমালয়ের লিও পারগিল শৃঙ্গে সফল অভিযান ‘হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’-এর ছয় সদস্যের
    আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
  • প্রচণ্ড খারাপ আবহাওয়া ও তুষারঝড় সামলে চিন সীমান্ত লাগোয়া কিন্নর হিমালয়ের লিও পারগিল শৃঙ্গ জয় করলেন ‘হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’-এর ছ’জন সদস্য।

    কিন্নর হিমালয়ের স্পিতি উপত্যকায় রয়েছে মাউন্ট লিও পারগিল। উচ্চতা ৬৭৯২ মিটার। বিভিন্ন প্রতিকূলতার কারণে এই শৃঙ্গ জয় না-করেই অনেক পর্বতারোহীকে মাঝপথে ফিরে আসতে হয়েছে। তবে, ওই শৃঙ্গ জয়ের চ্যালেঞ্জ নিয়ে গত ১৮ জুলাই রওনা দিয়েছিলেন ‘হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’-এর ২২ জন সদস্য।

    গত ২৫ জুলাই বেস ক্যাম্পে পৌঁছোনোর পর কয়েক জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সেখান থেকে নীচে নামিয়ে আনা হয়। মনোবল না হারিয়ে বাকিরা রওনা দেন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। দলের নেতৃত্বে ছিলেন স্বরাজ ঘোষ। তাঁর কথায়, “গত ২৯ জুলাই সামিট ক্যাম্পে পৌঁছে সে দিন রাতেই সামিট করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া ও ক্রমাগত তুষারপাত বাধা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে নীচের ক্যাম্পে ফিরে আসতে হয়। এর পর আবার ২ অগস্ট রাতে সামিটের উদ্দ্যেশ্য আমরা রওনা দিই।” তিনি জানান, একের পর এক বরফের ফাটল পেরিয়ে পরের দিন সকাল ১০টা নাগাদ শৃঙ্গে পৌঁছন তাঁরা। স্বরাজের সংযোজন, “ফেরার সময় আমাদের আরও সমস্যা হয়। কারণ দৃশ্যমানয়তা একে বারে কমে গিয়েছিল। দু’হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় যে কোনও মুহূর্তে বরফের ফাটলে পড়ে গিয়ে ঘটতে পারত দুর্ঘটনা। এই বাধা পেরিয়ে নামতে অনেক সময় চলে যায়।”
  • Link to this news (আনন্দবাজার)