নবান্ন অভিযানের মাঝে DC SSD বিদিশা কলিতাকে খুনের চেষ্টা! গ্রেপ্তার জগদ্দলের যুবক
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৫
অর্ণব আইচ: অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে DC SSD বিদিশা কলিতা ও এক কনস্টেবলকে খুনের চেষ্টার অভিযোগ। পুলিশের জালে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে একবছর। তবে যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ছিলেন অভয়ার মা-বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। ডিসি এসএসডি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর, খুনের চেষ্টার অভিযোগ ওঠে।
নবান্ন অভিযানের পরই একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে অভিযুক্ত চন্দন গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। উল্লেখ্য, নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ তুলে শেক্সপিয়র সরণি থানায় এফআইআর করেছেন অভয়ার বাবা।