জলপাইগুড়িতে দেওয়াল চাপা পড়ে ঘুমের মাঝেই মৃত্যু ভাই-বোনের
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। মৃত দুই শিশুর নাম মধুমিতা মোদক(৩) ও দেবায়ন মোদক (দেড় বছর)। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েক দিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতেও প্রচণ্ড বৃষ্টি চলছিল রাজগঞ্জ ব্লকের সাহু ডাঙির পাঘালুপাড়া এলাকায়। মাটির দেওয়ালের উপর টিনের চালের ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত দুই শিশু। প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের উপর পড়ে। মাটির দেওয়াল ধসে পড়ে শিশুদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কয়েক দিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ভিজেছিল। গতকাল, মঙ্গলবার রাতে মা-বাবা ও দুই শিশু ওই ঘরের মধ্যেই ছিল। ভাই-বোন ঘুমিয়ে পড়েছিল বলে খবর। আচমকাই পাশের বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের উপর পড়ে। ওই চাপ রাখতে না পেরে ভিজে মাটির দেওয়ালও ভেঙে ঘুমন্ত দুই শিশুর উপর পড়েছিল। মা-বাবা ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন। পরে দ্রুত মাটির দেওয়াল সরিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ঘটনার কথা শুনে ছুটে যান প্রতিবেশীরাও। দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।