অবৈধভাবে বালি তোলার অভিযোগে গভীর রাতে অভিযান বীরভূম জেলা প্রশাসনের
বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বোলপুর: অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বীরভূম জেলা প্রশাসন। গতকাল, মঙ্গলবার গভীর রাতে জেলাশাসক বিধান রায়ের নেতৃত্বে নানুরের পালিতপুর প্রতাপপুর চক এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযোগ, অজয় সেতু (লোচনদাস সেতু) সংলগ্ন নতুনহাট এলাকায় অজয় নদের বাঁধ কেটে ও সাকশন পাইপ ব্যবহার করে বালি তোলা হচ্ছিল। ওই অভিযানে ১৫টির বেশি ডাম্পার, ৪টি এক্সকাভেটর ও ২টি নৌকার উপর বসানো সাকশন মেশিন আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে অজয় নদে এরকমভাবে অবৈধভাবে বালি লুটের ঘটনা ঘটলেও নানুর থানা বা ব্লক প্রশাসনের তরফে কখনও অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। তার প্রেক্ষিতে গতকাল, গভীর রাতে নিজেই অভিযান চালানো সিদ্ধান্ত নেন জেলাশাসক। আর তাতেই মেলে সাফল্য। এই ঘটনায় নজরদারিতে চরম গাফিলতির জন্য নানুরের বিডিও, সংশ্লিষ্ট থানার ওসি ও বিএল অ্যান্ড এলআরওকে জেলাশাসক তিরষ্কার করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।