বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলার কোন কোন জেলায় চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব?
আজ তক | ১৩ আগস্ট ২০২৫
দক্ষিণবঙ্গে দুর্যোগের ঝোড়ো ব্যাটিংয়ের পর এখন বৃষ্টি কমেছে। তবে আজ ফের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। যার প্রভাব পড়তে চলেছে বাংলার ওপর। ইতিমধ্যেই বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছেআবহাওয়া দফতরের তরফে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
নিম্নচাপের চোখরাঙানি
শ্রাবণের শেষভাগেও তুমুল দুর্যোগের ঘনঘটা বাংলায়। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে একাধিক জেলা। দ হাওয়া অফিস বলছে, আজ অর্থআৎ বুধবার, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। ফলে ক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট আবারও বৃদ্ধি পেতে পারে। এদিকে মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। ফলে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে কোন জেলার কী পরিস্থিতি?
বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উপকূল ও পশ্চিমের দিকের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে এবং অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুরে। এদিন অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ওপরের বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়। বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে।
কলকাতার আবহাওয়া
চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। নিম্নচাপ সৃষ্টি হলেবৃষ্টিপাত বাড়তে পারে কলকাতায়।