• ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, স্বাধীনতা দিবসে ভাসবে বাংলা! তুমুল বৃষ্টিতে টালমাটাল হবে এই জেলাগুলি ...
    আজকাল | ১৩ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষার শেষভাগে ভোগান্তির শেষ নেই। আবারও সাগরে ঘনাল নিম্নচাপ। এর জেরেই আবারও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির দাপট। টানা কয়েকদিন জেলায় জেলায় সতর্কতাও জারি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার সকাল ৬টা বেজে ৫০ মিনিটের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর শহরের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

    হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটিই শক্তি বাড়িয়ে বুধবার, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও বুধবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    আজ, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আবার শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার আবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    অন্যদিকে আজ উত্তরবঙ্গের বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।‌ জারি রয়েছে কমলা সতর্কতা। শুধুমাত্র কোচবিহারে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সতর্কতা নেই। 

    আগামী সপ্তাহে রবিবার আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

    এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 
  • Link to this news (আজকাল)