• SIR শুনানি, পার্থর জামিন মামলা, যুব কংগ্রেসের ‘ধর্মতলা চলো’... দিনভর আর কী কী?
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • SIR নিয়ে বিরোধী জোটের নেতারা দিল্লিতে জোরদার আন্দোলন শুরু করেছেন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করা হয়েছে। এই ইস্যুটি আদালতেও গড়িয়েছে। বুধবার ফের SIR নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে।

    ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাত কমিশনের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছিল কমিশন। তার কিছুই মানা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কমিশনের আধিকারিকরা। সেই বিষয়ে জানতে চেয়ে মুখ্যসচিবকে তলব করল কমিশন।

    রাজ্যের সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা সমাধান করতে নন্দনে দুপুর দু’টোর সময়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব প্রমুখের থাকার কথা রয়েছে। পাশাপাশি বিশিষ্ট প্রযোজক, পরিচালক, ফিল্ম ডিস্ট্রিবিউটররা থাকবেন। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম আকাদেমির চেয়ারম‍্যান অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হবে এই বৈঠক।

    SIR, বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা-সহ চার দফা দাবিতে ‘ধর্মতলা চলো’ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য যুব কংগ্রেস। দুপুর ২.৩০ মিনিট নাগাদ মিছিল করা হবে। হিন্দ সিনেমা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে। ধর্মতলায় জনসভার আয়োজন রয়েছে। বক্তব্য রাখবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

    আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি ইস্যুতে হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার শুনানি হবে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।

    পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে শুনানি হবে।

    আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে হুগলির সিঙ্গুরে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি।অন্য দিকে, ব্যারাকপুরের বীজপুর থানা মোড়ে ‘কন্যা সুরক্ষা যাত্রা’ করবে বিজেপি।

    ক্রীড়াসূচি নিয়ে সমস্যা থাকায় কলকাতা লিগের ম্যাচ খেলবে না, তা আগেই জানিয়ে দিয়েছে মোহনবাগান। ফলে বুধবার মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে বুধবার আরও দুটো ম্যাচ রয়েছে কলকাতা লিগে। খিদিরপুরের বিরুদ্ধে নামবে রেনবো এসি। অন্য ম্যাচে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব মুখোমুখি হবে পিয়ারলেসের। দুটো ম্যাচই শুরু দুপুর ৩টে থেকে।

  • Link to this news (এই সময়)