• Breaking News LIVE: বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে পুরুলিয়া থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত নাসিম শেখ
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে রাস্তার কুকুরদের সরিয়ে নির্দিষ্ট আশ্রয়ে রাখতে সোমবারই কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ৩৬ ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের কুশীনগরে এক পাল রাস্তার কুকুরের হামলায় মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার রাতে কুশীনগরের হাটা থানা এলাকার অর্জুন ডুমরি গ্রামে ওই ঘটনা ঘটে। মৃতের নাম মাধুরী দেবী।

    বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল নেতা সিকান্দার খান খুনের ঘটনায় নাসিম শেখের দুই ছেলেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত নাসিম শেখকেও গ্রেপ্তার করল পুলিশ।

    নির্বাচন কমিশনে হাজিরা দিতে দিল্লি রওনা হলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

    উত্তরপ্রদেশের জৌনপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ যাত্রী। গুরুতর জখম সাত জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা নাগাদ খেতাসারাই এলাকার গুরানি বাজারে দুর্ঘটনা ঘটে। জনা পঁচিশ যাত্রী নিয়ে বাসটি জৌনপুর থেকে সাহাগঞ্জ যাচ্ছিল। জেলাশাসক দীনেশ চাঁদ জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাস ও ট্রাক দু'টোই দুমড়ে-মুচড়ে যায়। রাতেই সব যাত্রীকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাসের চালক অন্য লেনে চলে যাওয়ায় ট্রাকের সামনে পড়ে যান।

    জম্মু-কাশ্মীরের উধমপুরে কোঘা থেকে চিঘিল পিঙ্গলা যাওয়ার রাস্তা প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। এর জেরে রামনগর তেহসিলের পাঁচটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    মঙ্গলবার রাজস্থানের জয়সলমীর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তিকে। অভিযুক্তের নাম মহেন্দ্র প্রসাদ। সিআইডি সূত্রে খবর, তিনি জয়সলমীর DRDO গেস্ট হাউসের ম্যানেজার।

    রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল পাঁচটায় দিল্লিতে কমিশনের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

  • Link to this news (এই সময়)