• চাল আমদানির বিজ্ঞপ্তি ঢাকার, দাম বাড়ছে রাজ্যে
    এই সময় | ১৩ আগস্ট ২০২৫
  • এই সময়: বাংলাদেশে আমজনতার অন্নের জোগান নিশ্চিত করতে বাইরে থেকে চাল আমদানির বরাত দিল বাংলাদেশ সরকার। সে দেশের বাণিজ্য মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি ক্ষেত্র থেকে প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন চাল আমদানির ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে চার লক্ষ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মেট্রিক টন আতপ চালের বরাত দেওয়া হয়েছে সে দেশের ২৪২টি প্রতিষ্ঠানকে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দ অনুযায়ী চাল বাংলাদেশে গুদামজাত করতে হবে বলে জানিয়েছে সে দেশের বাণিজ্য মন্ত্রক। এ বছর মোট ন’লক্ষ মেট্রিক টন চাল বাংলাদেশ আমদানি করবে। যার মধ্যে চার লক্ষ মেট্রিক টন আমদানির দায়িত্ব সরকারি সংস্থাগুলির।

    জুলাই–অগস্টে অতিবৃষ্টিতে বাংলাদেশে ধানের ক্ষতির আশঙ্কা ছিলই। এই আবহে বাংলাদেশে অন্নের জোগানে চাল আমদানি করতে হবে বলে মনে করছিলেন ও দেশের রপ্তানিকারকরা। এ নিয়ে গত কয়েক মাস ধরে চলা দোলাচলের মধ্যেই ১০ অগস্ট চাল আমদানির জন্যে দরপত্র প্রকাশ করেছে সে দেশের বাণিজ্য মন্ত্রক। বাংলাদেশের খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪–২০২৫ আর্থিক বছরে ঢাকা ১৩ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছিল। যা সে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরে এখনও পর্যন্ত এ দেশে থেকে আট লক্ষ মেট্রিক টন চাল আমদানি করেছে বাংলাদেশ। যার বড় অংশ গিয়েছে এ রাজ্যের হুগলি, বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলি থেকে।

    বাংলাদেশে এ বছর চালের রপ্তানি হবে আঁচ পাওয়ার পর থেকেই এ দেশে চালের দাম বাড়তে শুরু করেছে। গত মাস দেড়েকে চালের দাম গড়ে ৭ থেকে ১০ শতাংশ বেড়েছে বলে চালকল সূত্রে খবর। রাজ্য রাইস মিল সংগঠনের কর্তা দীপক প্রামানিক বলেন, ‘বাংলাদেশ চাল আমদানির টেন্ডার দিলেও তার কতটা এ দেশে থেকে যাবে, তা এখনও নিশ্চিত নয়। আবার এ দেশ বলতে বাংলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়ের মতো রাজ্য থেকেও চাল যায় বাংলাদেশে।’

    বাংলাদেশে চাল আমদানির পরে কালোবাজারি রুখতে সে দেশের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। যে বস্তায় আমদানি হবে, সেই বস্তাতেই চাল বাজারে ছাড়তে হবে। এক সংস্থার নামে চাল আমদানি করে অন্য সংস্থার নামে গুদামজাত করা যাবে না বলেও শর্ত দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

  • Link to this news (এই সময়)