• ‘এত খুন কেন?’ পুলিশকে ভর্ৎসনা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ১৩ আগস্ট ২০২৫
  • রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লাগাতার খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনকে দুষলেন তিনি। সোমবার রাতের সোনামুখীর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নবান্ন বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মমতা। খোদ শাসকদলের নেতা শেখ সায়নের খুনে উত্তপ্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর প্রশ্ন, ‘রাজ্যে এত খুন হচ্ছে কী করে? থানাগুলি কী করছে? পুলিশ কেন আগে থেকে কিছু জানতে পারছে না?’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের পাশাপাশি তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে গোয়েন্দা বিভাগও।

    মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য, ‘আইবি কী করছে? আগাম কোনও খবর তারা পায় না কেন? খুন হয়ে যাওয়ার পরে রিপোর্ট দিলে চলবে না। আগেই কেন প্রতিরোধ করা যাচ্ছে না? এভাবে কতদিন চলবে?’ নবান্নে রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন সব জেলার পুলিশ সুপার। তাঁদের সামনেই সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, এটা চলবে না! কে কোন থানায় আছেন, কী করছেন, নজর রাখতে হবে। তৎপরতা বাড়াতে হবে।’

    গত জুলাই মাসে বীরভূমে এক সপ্তাহের মধ্যে দুই তৃণমূল নেতার খুন প্রসঙ্গেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বাঁকুড়ার ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সরব হলেন তিনি। জানিয়ে দিলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। নইলে ব্যবস্থা নিতে হবে।’ এর আগেও বীরভূমের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, ‘খুন হয়ে যাওয়ার পরে একটি রিপোর্ট দিলেই হয়ে যাবে? এত খুন হচ্ছে কেন? জবাব দিতে হবে।’

    আবারও পুলিশের ভূমিকায় কার্যত অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক রাজনৈতিক খুনের ঘটনায় সরকারের ভাবমূর্তি স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে। ফলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজে এগিয়ে এসে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছেন প্রশাসনকে। তবে এভাবে একের পর এক রাজনৈতিক খুন রুখতে পুলিশের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহলও। যদিও পরিস্থিতিকে কড়া ভাবে দমন করতে মাঠে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)