২০০২-এর ভোটার তালিকায় নাম নেই চন্দননগরের ডেপুটি মেয়রেরই!
বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই চন্দননগর পুরসভার ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও তাঁর স্ত্রী’র। যদিও মুন্না ২০০২ সালের অনেক আগে থেকেই সক্রিয় রাজনীতি করছেন ও ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০০১ সালের ভোটার তালিকা ধরেই ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ হবে বলে জানা গিয়েছে। তা নিয়ে বিস্তর বিতর্কও চলছে সর্বত্র। মুন্নাবাবু বছর চারেক আগে চন্দননগর পুরসভার নির্বাচনে লড়েছেন। তারপরে ডেপুটি মেয়র নির্বাচিত হন। গত বিধানসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের হয়ে ভোট পরিচালনা করেছেন। খলিসানির বাসিন্দা ওই জনপ্রতিনিধির মা ও ভাইয়ের নাম অবশ্য রয়েছে ভোটার তালিকায়। মঙ্গলবার মুন্নাবাবু বলেন, ‘আমি স্বাভাবিক কৌতূহল থেকেই ২০০২ সালের তালিকায় নিজের নাম খুঁজছিলাম। দেখলাম, আমার ও আমার স্ত্রীর নাম নেই। আমি একজন জনপ্রতিনিধি। ২০০২ সালের বহু আগে থেকে রাজনীতি করি। সামাজিক পরিচিতি আছে। এই অবস্থায় আমার নামই যদি বাদ যায়, তাহলে সাধারণ মানুষের কী হতে পারে, সেটা ভেবেই উদ্বিগ্ন বোধ করছি।’