• চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হরিহরপাড়ার যুবকের
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সাদ্দাম শেখ(২২)। তাঁর বাড়ি হরিহরপাড়া থানার স্বরূপপুর মাঠপাড়া এলাকায়। তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সোমবার রাতে তাঁর ঘর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যদিও মৃতের মায়ের দাবি, ছেলের কাছে থাকা বেশকিছু নগদ টাকা লুট করতে এসেই দুষ্কৃতীরা খুন করেছে।

    মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে একই গ্রামে বিয়ে হয় ওই যুবকের। তিনি বাড়িতে স্ত্রী ও মাকে রেখে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। চার মাস আগে হরিহরপাড়া থেকে কাজে যান ওই যুবক। সকালে ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতেও সাদ্দাম তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। মৃত্যুর কথা কিছুতেই মানতে পারছেন না তারা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনরা।

    মৃতের মা বলেন, এক মাস কাজ করে ভালো টাকা উপার্জন হয়েছিল। ওই টাকা নেওয়ার জন্যই হয়তো কেউ ঘরে ঢুকে ওকে মেরে ফেলেছে। আমরা ছেলের মৃত্যুর উপযুক্ত তদন্ত চাই। ও কিছুতেই নিজে থেকে মরতে পারে না। ও খুব সবল ছেলে। ওকে অত্যাচার করে না মারলে কিছুতেই ওর এভাবে মৃত্যু হবে না।

    মৃতের স্ত্রী বলেন, আমার স্বামী চার মাস আগে কাজে গিয়েছে। প্রথমে ওড়িশায় কাজে যায়। সেখানে ভালো কাজ না হওয়ায়, ঈদের দিন পনেরো আগে ওর এক বন্ধুর সঙ্গে চেন্নাই চলে যায়। সেখানে ভালোই কাজ হচ্ছিল। ওর বন্ধুরা বাড়ি চলে এসেছে। কিন্তু, ও ওখানে থেকে কাজ করছিল। রাজমিস্ত্রির ভালোই কাজ মিলছিল। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও সমস্যা ছিল না। সোমবার সকালেও ভিডিও কলে কথা হয়েছে। ওর কাছে নগদ ৬০ হাজার টাকা ছিল। সন্ধ্যায় বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। তারপর কী হল, বুঝতে পারলাম না। সকালে ওর মৃত্যুর খবর পেলাম।  ভেঙে পড়েছেন পরিজনেরা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)