• রাজপুর সোনারপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’: শাসকদলের কাউন্সিলারই শিবিরে ব্রাত্য, একই অভিযোগ বামেদেরও
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প ঘিরে জোর বিতর্ক। অভিযোগ, শাসকদলের একজন ও একমাত্র বিরোধী কাউন্সিলারকে ওই শিবিরে ব্রাত্য করে রাখা হয়েছে। 

    পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও চেয়ারম্যান ইন কাউন্সিল সোনালি রায়কে তাঁর নিজের বুথের ক্যাম্পে নিরাপত্তার কারণে যেতে বারণ করা হয়েছে। পুলিসও তাঁকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করছে বলে তাঁর দাবি। সোনালিদেবী বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী আমার মোবাইলেও হুমকি মেসেজ আসছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এটা জানানো হয়েছে। এই প্রেক্ষিতে পুলিস আমাকে ক্যাম্পে যেতে বারণ করে।

    অন্যদিকে, ১৬ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার অর্চনা মিত্রের অভিযোগ, কর্মসূচি চলাকালীন তাঁকে অপমান করা হয়েছে। না জানিয়ে করা হচ্ছে ক্যাম্প। তিনি খবর পেয়ে সেখানে হাজির হলেও মঞ্চে ডাকা হয়নি। কাউন্সিলারের বক্তব্য, পুরসভার অন্যান্য আধিকারিক এমনকী নোডাল অফিসার আমাকে অন্ধকারে রেখে নিজেরাই ক্যাম্প পরিচালনা করছেন। বিষয়টি আমি চেয়ারম্যানকে ফোন করে জানিয়েছি। বোর্ড মিটিংয়ে এর জবাব চাওয়া হবে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে কে বা কারা হুমকি দিয়েছে, তা আমার জানা নেই। তবে বাম কাউন্সিলারের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ক্যাম্পে কাউন্সিলার নিজে উপস্থিত ছিলেন। ওকে অপমান করার মতো কোনও ঘটনা ঘটেনি।
  • Link to this news (বর্তমান)