• ক্রীড়াক্ষেত্রে সাফল্য, জেলাস্তরে কন্যাশ্রী পুরস্কার পাঁচ কন্যার
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ফলে জেলাস্তরে কন্যাশ্রী পুরস্কার পেতে চলেছে পাঁচ কন্যার। এদের কেউ জেলাস্তরের প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে নজর কেড়েছে। কেউ ইস্টবেঙ্গলের মহিলা দলে খেলার সুযোগ পেয়েছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে ভালো ফল করার জন্য কয়েকজন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ১৪ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে 

    তাদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট ও স্মারক। 

    জানা গিয়েছে, সাগরের সন্ধ্যা মাইতি নিম্নবিত্ত পরিবারের সদস্য। বিভিন্ন ধরনের প্রতিকূলতা অতিক্রম করে কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। তার এই সাফল্য অন্যদের উদ্বুদ্ধ করবে। সন্ধ্যাকে কন্যাশ্রী পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে কাকদ্বীপের রুবিনা খাতুন এমন একটি খেলা বেছে নিয়ে সাফল্য পেয়েছে যা সচরাচর মহিলাদের মধ্যে দেখা যায় না। তা হল জ্যাভলিন থ্রো। ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়েছিল রুবিনা। এছাড়াও বিষ্ণুপুর এক নম্বর ব্লকের ঈশিতা সামন্ত জুনিয়র আন্তঃরাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল। মগরাহাট এক নম্বর ব্লকের অনন্যা হালদার পেন্টাথলন (পাঁচটি খেলা) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়। এছাড়া রিমি মণ্ডল জাতীয়স্তরে চুকে বল (হ্যান্ডবল ও বাস্কেটবল খেলা মিলিয়ে) প্রতিযোগিতায় তৃতীয় হয়ে নজর কেড়েছিল। এদের সাফল্যকে সম্মান জানাতে দেওয়া হচ্ছে কন্যাশ্রী পুরস্কার।  
  • Link to this news (বর্তমান)