কাঁচরাপাড়ায় শুরু পাড়া বৈঠক, শ্যামনগর রবীন্দ্রভবনে বিএলএদের নিয়ে মিটিং
বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ মেনে পাড়া বৈঠকে জোর দিয়েছে তৃণমূলের দমদম বারাকপুর সাংগঠনিক জেলা সংগঠন। সেইমতো দলীয় কাউন্সিলার, অঞ্চল সভাপতি এবং পুরসভার চেয়ারম্যানদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। দলের নির্দেশ মেনে কাঁচরাপাড়া পুরসভা এলাকার তিনটি করে ওয়ার্ড একসঙ্গে করে পাড়া বৈঠক শুরু করল তৃণমূল। সেই বৈঠকে দলের টাউন সভাপতি অশোক তালুকদার, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং স্থানীয় কাউন্সিলার এবং নেতৃত্ব উপস্থিত থাকছেন। বৈঠকে বাঙালিদের উপর আক্রমণ এবং এসআইআর করার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। সকালে এক একটি ওয়ার্ডে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি আর বিকেলে এই পাড়া বৈঠক, যার মাধ্যমে বিধানসভা ভোটের আগে জনসংযোগ আরও তীব্র করার কর্মসূচি নিয়েছে তৃণমূল।
এ বিষয়ে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, দল নির্দেশ দিয়েছে। সেইমতো আমরা পাড়া বৈঠক শুরু করলাম। যেখানে তিনটি করে ওয়ার্ড একসঙ্গে করে করা হচ্ছে। আমাদের পুরসভায় এলাকায় মোট ২৪টি ওয়ার্ড। এই ধরনের বৈঠক হবে মোট আটটা। সেখানে বাঙালি অস্মিতার উপর যে আক্রমণ এবং নির্বাচন কমিশনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, মানুষকে সমস্ত বিষয়টি বোঝানো এবং মানুষের সমস্যার কথা শোনা। নির্বাচন কমিশনের লোক বাড়িতে এলে সবার নাম ভোটার তালিকায় তুলতে হবে। দেখতে হবে কারও নাম যেন বাদ না যায়। ভোটার তালিকার কাজ গুরুত্ব দিয়ে করতে হবে।
কাঁচরাপাড়ার মতো অন্যান্য পুরসভাতেও এই ধরনের পাড়া বৈঠক করার প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্যামনগর রবীন্দ্রভবনে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক হল। সেখানে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামসহ অনেক তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। ভোটার তালিকা সমীক্ষার কাজ কী করে করতে হবে, এসআইআর কার্যকর হলে বিএলএ’দের ভূমিকা কী হবে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সোমনাথ শ্যাম বলেন, আমরা পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিএলএ’দের বৈঠকের পাশাপাশি ওয়ার্ড ধরে ধরে প্রতিদিন সন্ধ্যায় পাড়া বৈঠক শুরু হয়েছে। মানুষের অভাব অভিযোগ শোনা হচ্ছে, তুলে ধরা হচ্ছে বিজেপির অত্যাচারের কথাও। নিজস্ব চিত্র