• নারকেলডাঙা হত্যা মামলা: অভিযুক্ত প্রাক্তন এসির ফের জেল হেফাজত
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় অভিজিৎ সরকার হত্যা মামলায় অভিযুক্ত কলকাতা পুলিসের প্রাক্তন এসি শুভজিৎ সেনকে ২২ আগস্ট পর্যন্ত ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। ওই একই আদেশ দেওয়া হয় জেল হেফাজতে থাকা সুজাতা দে নামে এক অভিযুক্তের জন্যও। মঙ্গলবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা ওই আদেশ দিয়েছেন।

    এদিকে, এই মামলার চার্জশিটে নাম থাকা সোমনাথ সরকার নামে এক অভিযুক্ত এদিন আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাঁকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেন। অন্যদিকে, এই হত্যা মামলায় এক মহিলা অভিযুক্তকে আদালতের হাজিরার জন্য আদালত সমন জারি করেছিল। অভিযোগ ওঠে, সিবিআই ওই সমন আসল অভিযুক্তের বাড়িতে না দিয়ে তা ইয়াসিন রহমান নামে অন্য এক মহিলা আইনজীবীর বাড়িতে দিয়ে আসে। তা নিয়ে শোরগোল পড়ে। আদালত সিবিআইকে তদন্ত করে রিপোর্ট দিতে বলে। কিন্তু সেই রিপোর্টেও বিচারক উষ্মা প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে জট না কাটায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ওই মহিলা আইনজীবী ইয়াসিন রহমান। তাঁর বক্তব্য, সিবিআইয়ের এই ভুলের মাশুল গুনতে হচ্ছে তাঁর মক্কেলকে।
  • Link to this news (বর্তমান)