• বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু মোটর ভ্যানচালকের
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছর ধরে একই টায়ারে চলছে ঝুঁকির যাতায়াত। সেই তাপ্পি দেওয়া টায়ারের জেরেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোটরভ্যানের চালক। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃত চালকের নাম আলমগীর মোল্লা (২৬)। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন যাত্রী। তাঁদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, বাসন্তী হাইওয়ের উপর দিয়ে জোরেই আসছিল মোটরভ্যানটি। আচমকা সামনের চাকাটি ফেটে যায়। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর জখম হন চালক। তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)