নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের জীবনাবসান। মঙ্গলবার রাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় পঞ্চাশ বছরেরও বেশি তাঁর অভিনয় জীবন। যদিও শেষ বয়সে নিঃসঙ্গ জীবন কাটাতেন। দমদমের বাড়িতে একাই থাকতেন। শারীরিক, আর্থিক কষ্ট ছিল দৈনন্দিন সঙ্গী। তবু অশক্ত শরীর নিয়েই শ্যুটিং ফ্লোরে আসতেন। তাঁর শেষ অভিনীত ধারাবাহিক 'গীতা এলএলবি'। এক মেয়ের মা তিনি। বছর খানেক আগেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। কিন্তু এবার শেষ রক্ষা হল না। হার্ট, কিডনির অসুখের সঙ্গে মারণ রোগ ক্যান্সারও থাবা বসিয়েছিল। টলিউডের বেশ কিছু মানুষের সাহায্যার্থে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়েছিল। বাসন্তী দেবীর প্রয়াণে শোকাহত বিনোদন জগত।