ব্যবসায়ীর মৃত্যুর পর সই জাল করে টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার বান্ধবী
বর্তমান | ১৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর সই জাল করে কোম্পানির নামে ভুয়ো দলিল তৈরি অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বান্ধবীর বিরুদ্ধে। এমনকী, তাঁর সই নকল করে ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে টাকাও। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বান্ধবী সাইদা সমিরা আসরিনকে গ্রেপ্তার করেছে পাটুলি থানা। অভিযোগ, পাটুলিতে ওই ব্যবসায়ীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া ছিল এই মহিলার। সেখান থেকেই তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। এদিকে, ব্যবসায়ীর ভাই ওই ব্যবসার অংশীদার। যৌথভাবেই তাঁরা ব্যবসা করতেন। একথা জানতেন ওই মহিলা। তাই ওই ব্যবসায়ী মারা গেলে কোম্পানির সমস্ত নথি জাল করে ভাইকে এড়িয়ে নিজেই ডিরেক্টর হয়ে যান। এরপর মৃতের সই জাল করে ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকা তুলে নেন বলে অভিযোগ। ব্যবসায়ীর ভাই বিষয়টি জানার পর অভিযোগ করলে সাইদাকে গ্রেপ্তার করে পুলিস। অভিযুক্তের আইনজীবী সুব্রত সর্দার আদালতে বলেন, তাঁর মক্কেল জালিয়াতি করেছে এমন কোনও প্রমাণ নেই। যদিও সরকারি আইনজীবী সৌরীণ ঘোষাল বলেন, নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে ১৯ আগস্ট পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।